1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

মানবিক সাহায্যের আবেদন : বাঁচায় প্রাণ, ফুটায় হাসি, করি মানবসেবা

প্রতিবেদক
  • সময় বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ১৭৬১ পঠিত
বিবর্তন ডেক্স: একজন মা, যার স্নেহ-ভালোবাসার পরশ পেতে অধির আগ্রহে তাকিয়ে আছে সন্তান। কিন্তু দুরারোগ্য ব্যাধি বাধ সেধেছে! এদিকে দিন যতই ঘনিয়ে আসছে হাস্যোজ্জ্বল সে মায়ের মুখের হাসিও যেন ক্রমেই মিলিয়ে যাচ্ছে। পরিবারে নেমে এসেছে রাজ্যের দুশ্চিন্তা! বলছি, দুরারোগ্য ব্যাধি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এক মায়ের কথা।
 
চট্টগ্রামের হাটহাজারীস্থ গুমানমর্দ্দন গ্রামের নিশান কান্তি মুৎসুদ্দীর স্ত্রী ছন্দা মুৎসুদ্দী। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সানে আক্রান্ত। পরিবারের সামর্থ্য এবং গ্রামবাসীদের সহায়তায় ইতিমধ্যে দেশে তার চিকিৎসা কার্যক্রম চলে আসছিল। কিন্তু রোগ নিরাময়ের কোন কিনারা হয়নি দেখে বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ ক্ষেত্রে চিকিৎসার আনুমানিক ব্যয় প্রায় ৩ লক্ষাধিক, যা তার পরিবারের পক্ষে যােগাড় করে অসম্ভব! তাই বলে কী বিনা চিকিৎসায় কষ্ট পাবে একজন মা? অকালে ঝড়ে যাবে নিরাময় জীবনের স্বপ্ন?
 
আসুন সবাই মিলে পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দিই। এগিয়ে আসি যার যেমন সামর্থ্য তেমন করে… আপনার-আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দান-সহায়তায় এক মায়ের জীবন প্রদীপ জ্বলে উঠতে পারে নতুনভাবে। সন্তানের মুখে হাসি আর পরিবারে নেমে আসতে পারে প্রশান্তি।
 
ছন্দা মুৎসুদ্দীকে সাহায্য পাঠাতে বিকাশ এবং তার পরিবারের সাথে যোগাযোগ করুন—
 
* নিশান কান্তি মুৎসুদ্দী,
   গুমানমর্দ্দন, হাটহাজারী, চট্টগ্রাম।
* bkash – ০১৮২৪৮২৪০৬৮ (ব্যক্তিগত)
 
একজনের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানবধর্ম। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে, ফিরে পাই নব জীবন; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে—তাতেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!