রাংগুনীয়া থানার বেতাগী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, প্রয়াত বিভূতি রন্জন বড়ুয়ার সহধর্মিণী নিয়তি বড়ুয়া (৭৬) পরলোকগমন করেছেন। (অনিচ্চা বথ সাংখারা….)
নিয়তি বড়ুয়া শনিবার (১৭ মার্চ) বার্ধকজনিত রোগে বিকেল ৪ টায় তাঁর চট্রগ্রাম শহরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৮ মার্চ) রাংগুনীয়া বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারে প্রয়াতের অনিত্য সভা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের সার্বজনীন শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।
তিনি ফ্রান্স প্রবাসী মি. উৎপল বড়ুয়া ও মি. ছোটন বড়ুয়ার মাতা।