শুক্রবার (১৬ মার্চ) বিকাল ৫ ঘটিকায় চেরাগী পাহাড় সার্বজনীন বৌদ্ধ বিহারে চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর উদ্যোগে নেপালে বাংলাদেশী উড়োজাহাজ এর মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পারলৌকিক সদগতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর সভাপতি শুভ বড়ুয়া।