বিবর্তন ডেস্ক: অযোধ্যা নিয়ে একেই বিতর্কের শেষ নেই। সেই বিতর্ক উস্কে দিয়ে বৌদ্ধ সম্প্রদায় জানাল, অযোধ্যার বিতর্কিত জমি আসলে তাঁদের। বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদনে এই দাবির পক্ষে বলা হয়েছে, ২০০২–২০০৩ সালে লখনউয়ের এলাহাবাদ আদালতে বিচারক বেঞ্চের নির্দেশে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ অযোধ্যায় ৪টি খননকার্য চালায়। সেই খননকার্যে বেশ কিছু বৌদ্ধ ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টে এ বিষয়ে ৬ মার্চ আবেদন জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের বিনীত কুমার মৌর্য। যিনি অযোধ্যারই বাসিন্দা।
বিনীত কুমার মৌর্য্যের আবেদনে দাবি করা হয়েছে, বাবরি মসজিদ তৈরির আগে অযোধ্যাতে যে মন্দির ছিল তা বৌদ্ধ সম্প্রদায়ের। খননকার্যের সময় ওই এলাকা থেকে বৌদ্ধস্তুপ, গোলাকৃতি বৌদ্ধস্তুপ, দেওয়াল ও স্তম্ভ উদ্ধার হয়েছে। যার সঙ্গে বৌদ্ধ বিহারের সম্পর্ক রয়েছে। তিনি তাঁর আবেদনে আরও জানান, কোনও মন্দির বা হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ খননকার্যের সময় পাওয়া যায়নি। খননকার্য বহুদূর পর্যন্ত করা হয়েছিল। বিনীত কুমার মৌর্য শীর্ষ আদালতের কাছে আবেদন করে জানান, বুদ্ধ বিহার, কপিলাবস্তু, কুশিনগর এবং সারনাথের মত অযোধ্যার বিতর্কিত জমিকেও বৌদ্ধদের বলে ঘোষণা করা হোক।