1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
  • সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ১২২৫ পঠিত

অশোক বড়ুয়া নিবার্হী সভাপতি, ভিক্ষু সুনন্দপ্রিয় সাধারণ সম্পাদক নিবার্চিত

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ২(দুই) পর্যায়ের নির্বাচন গত ৯ মার্চ ২০১৮ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্পন্ন হয়। বিগত ০২-০৩-২০১৮ তারিখে সাধারণ পরিষদের ভোট গ্রহণের দিন ধার্য করা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ পরিষদের ১৫১(একশত একান্ন) জন সদস্য নির্বাচিত হয়েছেন।
বিগত ৯ মার্চ ২০১৮ নির্বাহী পরিষদের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। বাকি পদ গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে প্রকৌ: দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও মি: নেত্রসেন বড়ুয়া ৬৯ করে সমান ভোট পাওয়ায় পরর্বতী পদক্ষেপের জন্য স্থগিত রাখেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যারা নির্বাচিত হন।
সৌমেন বড়ুয়া, দোলন কান্তি বড়ুয়া ,সুপ্ত ভূষণ বড়ুয়া , রূপম বড়ুয়া , সুমন বড়ুয়া ।
সংগঠনের নির্বাচিত অন্যরা হলেন,
অশোক বড়ুয়া নির্বাহী সভাপতি, সহসভাপতিরা হলেন বুদ্ধানন্দ মহাথেরো,শাক্যপ্রিয় বড়ুয়া , পুণ্যবদ্ধন বড়ুয়া, বিমান বিহারী বড়ুয়া , ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া , রিপন কান্তি বড়ুয়া , মানিক বড়ুয়া , শাক্য বড়ুয়া ।সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, অর্থ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া , সাংগঠনিক সম্পাদক শরণ বিকাশ বড়ুয়া , আইন সম্পাদক আ্যডভোকেট রিটন বড়ুয়া , প্রচার সম্পাদক রাজীব কান্তি বড়ুয়া, প্রকাশনা সম্পাদক ড: জগন্নাথ বড়ুয়া , দপ্তর সম্পাদক প্রকৌ: শুভাশীষ বড়ুয়া , ধর্ম বিষয়ক সম্পাদক রূপায়ন কুমার বড়ুয়া , স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক রজ্ঞন বড়ুয়া , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শতদল বড়ুয়া বিলু, যুব বিষয়ক সম্পাদক চারু উত্তম কুমার বড়ুয়া , মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মধুমিতা বড়ুয়া চৌধুরী, আপ্যায়ন ও ভিক্ষু পরিচর্যা সম্পাদক দিবাশোক বড়ুয়া স্বপন, হিসাব নিরীক্ষক সম্পাদক দেবাশীষ বড়ুয়া , তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকৌ: মিহির বড়ুয়া , আন্তর্জাতিক সম্পাদক চিন্ময় বড়ুয়া রিন্টু।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!