নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ই মার্চ শনিবার নন্দনকানন ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তন এ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং সম্মাননা প্রদান অনুষ্টান অনুষ্টিত হবে ৷
চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর আয়োজনে এ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য, ইউএসটিসির অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বডুয়া ৷ এছাড়াও সম্মানতা প্রদান করা হবে গুণী দুই ব্যাক্তিকে একজন উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুমন বডুয়া ৷ অপরজন চট্রগ্রাম আইনজীবি সমিতির নব-নির্বাচিত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ চট্রগ্রাম মহানগরের আইন বিষয়ক সম্পাদক এডভাকেট শেখ ইফতেকার সাইমুল চৌধুরী ৷
অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা কৃষি কর্মকর্তা, কোম্পানীগঞ্জ নোয়াখালীর বাবু পুষ্পেন্দু বডুয়া ৷ এছাড়াও উপস্থিত থাকবেন, বাবু শ্যামল পালিত যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এবং বাবু সনত বডুয়া সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্রগ্রাম মহানগর ৷ অনুষ্টানের সভাপতিত্ব করবেন, সম্যক এর প্রতিষ্টাতা ও সভাপতি শুভ বডুয়া ৷
এ আয়োজনে আপনি/আপনাদেরকে সাদরে আমন্ত্রন জানানো হয়েছে।