নগরীর কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেল থেকে ভদ্র চাকমা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মার্চ) বিকেলে নগরীর লালদীঘির কেসি দে রোডের হোটেল আল ছালেহ’র একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ভদ্র চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমার স্বামী।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, লালদীঘির আল ছালেহ নামে একটি আবাসিক হোটেল মালিকের দেওয়া খবরের ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা থেকে এসে তিনি এ হোটেলে ওঠেন। তার গ্রামের বাড়ি দীঘিনালায় খবর দেওয়া হয়েছে। স্বজনদের সাথে কথা বলেছি। শহরে তিনি একা ডাক্তার দেখাতে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাতে কোন একসময়ে তিনি মারা গেছেন। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষের নজরে আসলে পুলিশকে খবর দেন।