স্বনামধন্য দানবীর, সমাজসেবক দুলাল কান্তি বড়ুয়া (৭৭) পরলোকগমন করেছেন। মংগলবার (৬মার্চ) দিবাগত রাত ২ টায় নগরীর চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (অনিচ্ছা বথ সাংখারা….)
প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া দুলালরেণু শিক্ষা বৃত্তির পরিচালক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় শাখার আজীবন সদস্য, রাউজান শাখার উপদেষ্টা,অবসর প্রাপ্ত সিঙ্গার কর্মকর্তা, পূর্ব অাধার মানিক (ঊমেশ মাষ্টার বাড়ি)বৈজয়ন্তী বিহারের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (৭মার্চ ) তার জন্মজনপদ রাউজানের পূর্ব অাধার মানিক গ্রামে দুপুর ২ টায় প্রয়াতের অনিত্য সভা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।