বৃহস্পতিবার কুড়িলস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -বাংলাদেশ ( এআইইউবি) পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুওয়ানাপংস।
এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা রাষ্ট্রদূতকে স্থায়ী ক্যাম্পাসে স্বাগত জানান ও নবনির্মিত বৌদ্ধ প্রার্থনা কক্ষ উদ্বোধন করেন। বৌদ্ধ প্রার্থনা কক্ষের জন্য রয়েল থাই দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনাকে বৌদ্ধধর্ম বিশ্বাসী লর্ড গৌতম বুদ্ধের একটি প্রতিমা হস্তান্তর করে এবং সেটি প্রতিস্থাপন করেন । উদ্বোধন শেষে রাষ্ট্রদূত এআইইউবি’র ক্যাম্পাস পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে অত্র বিশ্বদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কমকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।