(ফাইল ফটো )
বৌদ্ধ ধর্ম গ্রহণ করল কর্নাটকে প্রায় ৬০টি হিন্দু দলিত পরিবারের ১০০ জন সদস্য। ১মার্চ ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালবুরাগি গ্রামের কুন্ডাগোলি গ্রামে।
অভিযোগ, গ্রামের উচ্চবর্ণ হিন্দুদের অত্যাচারে তাঁরা ধর্ম পরিবর্তন করেছেন। গত ৯ ফেব্রুয়ারি গ্রামেরই কিছু উচ্চবর্ণের লোক দলিতদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তাঁরা।