রাঙ্গুনীয়া উপজেলার ঐতিহ্যবাহী ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্স উৎসর্গ, ভিক্ষু পরিবাসব্রত (ওয়াইক), বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক, ইছামতি ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সের নব রুপকার এবং অধ্যক্ষ, রাঙ্গুনীয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, রাঙ্গুনীয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সভাপতি, রাঙ্গুনীয়া বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি, শাসন কান্ডারী কর্মবীর ভদন্ত সুমঙ্গল স্থবিরের ‘মহাস্থবির’ অভিধা বরণ উৎসব এবং ৬৩ তম সুবর্ণ জয়ন্তী ও বৌদ্ধ মহাসম্মেলন শেষ হয়েছে।
শুক্রবার (২ মার্চ) সকাল থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী এলাকার নদীর পাড়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয় পুণ্যার্থীরা। বেলা ১০টার দিকে পঞ্চশীল প্রার্থনায় শুরু হয় মহাস্থবির বরণ অনুষ্ঠান। এরপর পরই শুরু হয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ভিক্ষুদের ধর্ম দেশনা। বিকালে ভিক্ষু পরিবাসব্রত সমাপনী অনুষ্ঠান জন্মজয়ন্তীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাথের। প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি মহাস্থবির, আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানশ্রী মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম কলেজের অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার, প্রকৌশলী অমল কান্তি বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাস্থবির, সোনাইছড়ি রাজ বিহারের অধ্যক্ষ সুনন্দ ভিক্ষু, পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, বৌদ্ধ মহাসম্মেলন উদ্যাপন কমিটির উপ পরিষদের চেয়ারম্যান দীপংকর থের, সমন্বয়কারী প্রাণেশ বড়ুয়া, সহসভাপতি সুশান্ত বড়ুয়া,সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সমীর বড়ুয়া শিমুল, সদস্য তিলক বড়ুয়া, সমীরণ মুৎসুদ্দী, বিপন বড়ুয়া প্রমুখ।