1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

উ বিজয় মহাথের’র অন্তেষ্টিক্রিয়ায় যাবার সময় বাসের ধাক্কায় মা ও মেয়েসহ আহত ৫

প্রতিবেদক
  • সময় বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৩২৩ পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-মেয়েসহ সিএনজি অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং হেডম্যান পাড়ার থোয়াইলার স্ত্রী হ্লা কেচিং (৪৫), তার মেয়ে সুইকিনু (১৩), একই এলাকার মংচ্যুর স্ত্রী নুচিপু (৩০) তার ছেলে উকিউ চ্যাং (১৪) ও মেয়ে হাইয়ে ন্য (২)।

হ্লা কেচিংয়ের আত্মিয় ফাইতং শিবাতলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উহাই মং মার্মা বলেন, সকালে সিএনজিচালিত অটোরিক্সা যোগে তারা সবাই চকরিয়া উপজেলার হারবাং গুণামেজু বড় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ বিজয় মহাথের’র অন্তেষ্টিক্রিয়া অনুষ্টানে যোগ দিতে যাচ্ছিলেন।

তাদের বহনকারী অটোরিক্সাটি মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় পৌছলে কক্সবাজারমুখি দুটি যাত্রীবাহি বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিক্সাটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে মা মেয়েসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নাসির আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!