উজ্জ্বল কান্তি বড়ুয়া: ঢাকা কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে নির্মিত ধর্মরাজিক লাইব্রেরী উদ্বোধন ও নির্মানধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন ভারতীয় দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. হর্ষবর্ধন স্রিংলা। আজ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় ভারতীয় দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. হর্ষবর্ধন স্রিংলা ধর্মরাজিক মহাবিহারে এসে পৌছলে মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের তাঁকে পুষ্পমাল্য দিয়ে বরণ করেন নেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র সভাপতিত্ব মতবিনিময় সভায় মি. হর্ষবর্ধন স্রিংলা ভারত-বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং ভারতে বৌদ্ধ ধর্মের গুরুত্ব তুলে ধরে বলেন ভারত সভ্যতা আর বৌদ্ধ সংস্কৃতি এক সূত্রে গাঁথা।
অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত ধর্মরাজিক গ্রন্থাগারের উদ্বোধন করেন এবং অনাথ শিশুদের জন্য ছয় তলা বিশিষ্ট একটি ডর্মেটরী নির্মানে চুক্তিবদ্ধ হন। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, পি. আর বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াসহ প্রমূখ নেতৃবৃন্দ।
মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মহোদয় তাঁর বক্তব্যে ভারতীয় কূটনৈতিক মিশনের এই উদীয়মান তারকার সফরকে ঐতিহাসিক উল্লেখ করে মি. হর্ষবর্ধন স্রিংলা মহোদয়কে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রমথ বড়ুয়া, রনজিৎ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, ড. সুমন বড়ুয়া, অনুপম বড়ুয়া, প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত শ্রদ্ধানন্দ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত দীপানন্দ থের, ভদন্ত নিব্বুতি থের প্রমুখ।।