ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ ব্যাচের ছাত্র প্রকৌশলী জনি বড়ুয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন।
২৫ ফেব্রুয়ারি রবিবার দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ পাওয়া ২৬৫ জনের গলায় স্বর্ণপদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ এবং ২০১৬ সালের ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার পেয়েছেন তারা।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেন সরকারপ্রধান। যেসব শিক্ষার্থী পদক পেয়েছেন, তাদের মধ্যে তিনজন নেপালি।
জনি বড়ুয়া রাউজান থানার ফতেনগর গ্রামের বাবু মিলন বড়ুয়া ও মিসেস রুবি বড়ুয়া কনিষ্ঠ সন্তান।
তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় শিক্ষার্থী।
এছাড়া ২০১৫ ও ২০১৬ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৬৫ জনকে বাছাই করা হয়।