রাঙ্গামাটির বিলাইছড়িতে মারমা তরুণী ধর্ষণ ও রানীর ওপর হামলার প্রতিবাদে এবং ধর্ষক ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল’উদ্যোগে সোমবার বিকেল ৩টায় প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ছিল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান।
স্লোগানে স্লোগানে গর্জে ওঠে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন চত্বর। সমাবেশে বক্তারা, রাঙ্গামাটির বিলাইছড়িতে মারমা তরুণী ধর্ষণ ও রানীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমার সভাপতিত্বে ও তরুন কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- লা ভোয়া দে জুম্ম এর সভাপতি ডমিনিক ক্লোচন, সুনীতি বিকাশ চাকমা, শাক্যমিত্র চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, স্বদেশ বড়ুয়া চন্দন, উদয়ন বড়ুয়া , দীপেন বড়ুয়া,ফেদেরিক চাকমা প্রমুখ।
পরে ইউনেস্কোর পরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।