ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ভদন্ত সুখানন্দ থের। রোববার অবস্থা খারাপ হলে, রবিবার (২৫ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে চমেক হাসপাতালে ৩ তলা ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন অাছেন।
তিনি রাংগুনিয়ার পশ্চিম শিলক সার্বজনীন জেতবন বিহারের অধ্যক্ষ।
এখবর ছড়িয়ে পড়লে বৌদ্ধ ভিক্ষু ও উপাসক-উপাসিকারা সাধক এই ভান্তের রোগমুক্তি কামনা করে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান।
এদিকে শীঘ্রই তাঁর রোগ মুক্তির জন্য সকলেই পূন্যদান করুন, যাতে ভান্তে দ্রুত অারোগ্য লাভ করেন।
সকলেই এগিয়ে আসুন, আর্থিক, কায়িক ও মানসিক সাহায্য করতে যোগাযোগ: 01813972162, 01823904611