জেষ্ঠ্য আইনজীবী মনতোষ বড়ুয়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
রোববার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা অফিস আদেশে (স্মারক নম্বর-১৮.০৪.০০০০.১৮১.১১.০২৯.২০১৭) নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
গত ৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বন্দর কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আইন উপদেষ্টাকে বন্দরের প্রশাসনিক ভবনে একটি কার্যালয় দেওয়া হবে এবং প্রতি বৃহস্পতিবার তিনি অফিসে উপস্থিত থাকবেন।
এছাড়া বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনেও তাঁকে অফিসে উপস্থিত থাকার কথা বলা হয়েছে অফিস আদেশে।
চট্টগ্রাম বন্দরের যাবতীয় মামলা পরিচালনা ও আইনগত মতামত আইন উপদেষ্টা হিসেবে মনতোষ বড়ুয়া দেবেন। তবে তিনি বন্দরের বিরুদ্ধে কোন মামলায় অংশ নিতে পারবেন না, এমনটাই বলা হয়েছে আদেশে।
মনতোষ বড়ুয়া কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড (কাফকো), হাক্কানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সমতা শিপিং এন্ড ট্রেডিংসহ আরও কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।