বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্ষীয়ান সংঘপুরুধা, হাটহাজারী অঞ্চলের সংঘনায়ক,প্রয়াত শান্তপদ মহাথের ও উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের প্রিয়শিষ্য, অনাথ পিতা, ভদন্ত অার্য্যশ্রী মহাথের মহোদয় হার্টের সমস্যাজনিত কারনে বর্তমানে চমেক হাসপাতালে ৫ তলা ১২নং ওয়ার্ডে চিকিৎসাধীন অাছেন।
তিনি হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারাধ্যক্ষ।
এখবর ছড়িয়ে পড়লে বৌদ্ধ ভিক্ষু ও উপাসক-উপাসিকারা সাধক এই ভান্তের রোগমুক্তি কামনা করে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান।
এদিকে শীঘ্রই তাঁর রোগ মুক্তির জন্য সকলেই পূন্যদান করুন, যাতে ভান্তে দ্রুত অারোগ্য লাভ করেন।