ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানল ইতি বড়ুয়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বি.বি.এস দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী। সে আজ রবিবার রাত ৮.৩০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অনিচ্চা বথ সাংখারা…..
সে পটিয়া উপজেলার লাখেরা গ্রামের মৃত ত্রিদিব বড়ুয়ার ২য় মেয়ে
জানা যায় , ইতির রোগটি গত ১মাস আগে বাংলাদেশে আলসার ধরা পরে। পরে তার পরিবার ভারতের চেন্নাই নিয়ে গিয়ে ওর চিকিৎসা করায়। চেন্নাইতে ইতির একটি মেজর অপারেশন হয়। অপারেশন এ বুঝা যায় যে রোগটি আলসার থেকে আগেই ক্যান্সারে পরিনত হয়েছে। অপারেশন এর পর ডা: তাকে কেমো থেরাপি দেয়ার কথা বলেন।
কয়েকটি থেরাপি চেন্নাই এ দেয়া হয়। পরে ডা:বলে বাকি থেরাপি বাংলাদেশে দিতে পারবে। এই মাসে বাংলাদেশে আসার পর ১৪ তারিখ তার রক্ত বমি শুরু হয়। পরে তাকে সিসিয়ার এ ইনটেনসিভ কেয়ারে এ নেয়া হয়।
অবস্থা বেগতিক থকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।ইতিকে স্কয়ার হাসপাতাল থেকে নামিয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
অবশেষে দেশ বিদেশের সকলের প্রচেষ্টা কে পেছনে
ফেলে চলে গেল না ফেরার দেশে।