নিজস্ব প্রতিবেদক: বুধবার (২১ ফেব্রুয়ারি ) বুধবার সকাল ১০ ঘটিকায় জামাল খানস্থ হেমসেন লেইনে একটি কোচিং সেন্টার প্রাঙ্গণে চট্টগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এই চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সম্যক সংগঠনের উপদেষ্টা ও কোতোয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের। আয়োজিত অনুষ্ঠানে সম্যকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শুভ বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রণয় বড়ুয়া, সম্পাদকমন্ডলীর সদস্য চম্পক বড়ুয়া, অতনু বড়ুয়া, উৎসব বড়ুয়া, অপরূপা বড়ুয়া পর্ণা, বড়ুয়া উৎসব, রিদম বড়ুয়া, তমা বড়ুয়া, অমিত বড়ুয়া, তুহিন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, রূপস বড়ুয়া, রনেল চাকমা ও সুজয় বড়ুয়া প্রমুখ।
উদ্বোধক ড. কুন্তল বড়ুয়া বলেন, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমেই প্রতিযোগিদের মাতৃভাষা দিবসের চেতনা, কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতাকে মনে ধারণ করতে সহায়ক ভূমিকা পালন করবে।