বিবর্তন ডেস্ক: মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে উপসচিব পদোন্নতি পান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া ।
প্রসঙ্গত, গত বছরের ২৩ এপ্রিল ২৯১ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। এ নিয়ে প্রশাসনে উপসচিবের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য ইতিপূর্বে গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং তারও আগে ১১ ডিসেম্বর সরকার ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।এছাড়া গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদেও ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।