প্রেস বিজ্ঞপ্তি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের নেতারা।
আজ দুপুর ১টা ৫ মিনিটে তারা ফল হাতে নিয়ে কারাফটকের সামনে অাসেন। এ সময় পুলিশ বেরিকেড দিয়ে তাদের আটকে দেয়। সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদেরকে জানিয়ে দেন, কারা অধিদফতরে গিয়ে আইজি প্রিজনের অনুমতি নিয়ে এলে দেখা করতে পারবেন তারা।
দায়িত্বরত কামরাঙ্গীচর থানার পরিদর্শক মো. মান্নান মিয়া জানান, ‘নিয়ম অনুযায়ী তাদের আইজি প্রিজনের অনুমতি আনতে বলা হয়েছে। যদি তারা অনুমতিপত্র নিয়ে আসতে পারেন তাহলে ভেতরে দেখা করতে নিয়ে যাওয়া হবে।’
এর পর বেলা ১টা ৩০ মিনিটে তারা কারা অধিদফতরে যান অনুমতি আনতে।
দেখা করতে অাসা নেতারা হলেন, ভদন্ত অজিতানন্দ মহাথের, বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা সুশীল বড়ুুয়া, বৌদ্ধ ফ্রন্টের সদস্য বিপ্লব বড়ুয়া, পার্থ বড়ুয়া ও দপ্তর সম্পাদক ইন্দ্রজিত বড়ুয়া।