মৃনাল কান্তি বড়ুয়া: পটিয়ার নাইখাইন গ্রামের প্রয়াত অতীন্দ্র লাল বড়ুয়া’র সহধর্মিনী,বিশিষ্ট বুদ্ধ কীর্তনীয়া শাক্যপদ বড়ুয়া, অধ্যাপক শান্তপদ বড়ুয়া ও পাবর্ণ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক বাবু সুমির বড়ুয়া তপু’র মমতাময়ী মা,দেশবরেণ্য সংগীত তারকা নীশিতা বড়ুয়া’র প্রানপ্রিয় ঠাকুরমা পূণ্যশীলা উপাসিকা অনিতা বড়ুয়া বার্ধক্য জনিত কারণে কুমিল্লায় ( ১৯ ফেব্রুয়ারি ভোর ৪.৪৫মিনিটে ) পরলোকগমন করেছেন (অনিচ্চা বত সঙ্খারা……)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বৎসর।
এদিকে প্রয়াতার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও পরম আত্নীয় স্বজন গভীরভাবে শোকাহতচিত্তে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ বিকালে চট্রগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রয়াতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রয়াতার মরদেহ রাখা হবে এবং আগামীকাল ২০ফেব্রুয়ারী মঙ্গলবার প্রয়াতার নিজ বাড়ী পটিয়ার নাইখাইন গ্রামের বাড়ীতে বেলা ২টায় শেষকৃত্যানুষ্ঠান অনুষ্টিত হবে।
পরিবারের পক্ষ হতে বিশিষ্ট বুদ্ধ কীর্তনীয়া শাক্যপদ বড়ুয়া মমতাময়ী পরলোকগত মায়ের প্রতি সকলকে পূন্যদান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।