1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

তিব্বতে বিশ্ব ঐতিহ্য জোখাং আশ্রমে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
  • সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৯৬ পঠিত

তিব্বতী বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনালয় লাসার জোখাং আশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর একদিন আগে তাদের ঐতিহ্যবাহী নতুন বছর উদযাপন শুরু হয়েছে।

অনলাইনে পোস্ট করা ফুটেজে আশ্রমটির ছাদে আগুন জ্বলতে দেখা গেছে এবং অন্তত একটি প্যাগোডা পুড়ে গেছে। স্থানীয় দ্য তিব্বত ডেইলি জানায়, শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিভে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে আঁকাবাঁকা আশ্রম কম্পাউন্ডটির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়। আশ্রমের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তিব্বতীরা শুক্রবার থেকে শুরু হওয়া তাদের ঐতিহ্যবাহী নতুন বছর লোসার উদযাপনের সময় আশ্রমটিতে আগুন লাগে।

জোখাং আশ্রমটি এক হাজার বছরেরও বেশি পুরনো এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

উচ্চতার জন্য বিশ্বের ছাদ নামে পরিচিত তিব্বত প্রধানত বৌদ্ধ অধ্যুষিত একটি অঞ্চল, যা চীনের স্বায়ত্তশাসিত একটি এলাকা হিসেবে পরিচালিত হচ্ছে।

বেজিংয়ে তিব্বতী লেখক টিসেরিং ওয়ায়েসার বলেন, পুরনো ভবনগুলোর তেমন ক্ষতি না হওয়ার খবর শুনে আমার ভালো লেগেছে। তিব্বতীদের জন্য জোখাং হচ্ছে পবিত্র জায়গাগুলোর মধ্যে পবিত্রতম।

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!