বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ সাধনসহ সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান ও শান্তিপূর্ণ সুধী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার জাতীয় সংসদে নতুন বিল উত্থাপন করা হয়েছে। বিল হচ্ছে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল- ২০১৮ এবং বিলটি উত্থাপন করেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলে বিদ্যমান অধ্যাদেশের অধীন গঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বহাল রাখার বিধানের প্রস্তাব করা হয়। বিলে ট্রাস্টের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনেরও প্রস্তাব করা হয়। বিলে ধর্মমন্ত্রীকে চেয়ারম্যান করে ৮ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে ট্রাস্টি বোর্ডের সভা, ট্রাস্টের কার্যাবলী, ট্রাস্টের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, পরিচালনা ও প্রশাসন, কর্মচারী নিয়োগ, বার্ষিক প্রতিবেদন পেশ, বিধি ও প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়েছে।