চট্রগ্রাম জেলার রাউজান, মধ্যম বিনাজুরী গ্রামের স্বামী পরিত্যক্ত কল্যাণী বড়ুয়া।স্বামী পরিত্যক্ত হবার পর হতে বেঁচে থাকার জন্য মানুষের বাড়িতে দিন রাত কাজ করতো।
মরণ ব্যাধি ব্রেস্ট ক্যান্সার কল্যাণী বড়ুয়া,র শরীরে বাঁধা বেঁধেছে।ইতি মধ্যে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে পরার্মশ দিয়েছে দ্রুত অপারেশন করার জন্য, অভাবের সংসারে দিন মজুরী কল্যাণী বড়ুয়া,র পক্ষে অপরেশন করার মত সার্মথ্য নাই।
প্রান প্রিয় মায়ের সুস্হতা নিয়ে হতবাক কল্যাণী বড়ুয়া,র একমাত্র সন্তান বিশ্বজিত।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! আমরা তো পারি কল্যাণী বড়ুয়া কে বাঁচাতে! আসুন আলোর মুখ ফিরিয়ে দিই, অসহায় মানুষের গগনে।
আপনারা সবাই একটু সাহায্য করে যদি একটা জীবন বাঁচাতে পারেন, এর চেয়ে ভালো লাগা আর কিছুতে নাই!
বিকাশ নং- 01824540138
মা সুস্হ হবে আশাময় এক মাত্র সন্তান বিশ্বজিত – +8801817715448
★ আপনার সাহায্য দিবার আগে ফোন করে বিস্তারিত জেনে নিবেন ★