সম্যক শুভ : “একুশের চেতনায় উন্মোচিত হোক আগামীর প্রজন্ম” এ স্লোগানকে সামনে রেখে আগামী ২১শে ফেব্রুয়ারি চট্রগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন “সম্যক” এর আয়োজনে শিশু কিশোর চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ ১ম শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতায় এবং ৩য় শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ৷ ২১শে ফেব্রুয়ারি সকাল ৯ ঘটিকায় চেরাগী পাহাড় মোমিন রোডঅস্থ সার্বজনীন বৌদ্ধ বিহারে সম্যক আয়োজিত চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হবে ৷ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে শিশু কিশোরগণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ৷ হেমসেন লেইনঅস্থ লুম্বিনী টেইর্লাস ও নন্দনকানন বৌদ্ধ বিহার সংলগ্ন বৈশাখী জেনারেল ষ্টোর এ ফরম পাওয়া যাবে আগামী ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ৷