পার্বত্য চট্টগ্রামে বড় নদী রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীর ওপর বারিবিন্দু ঘাটে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ শুরু করেছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে বাঘাইছড়ির দোগেয়ে ধর্মশালা বনবিহারের অধ্যক্ষ ধর্মতিষ্য মহাস্থবির এ কাজের উদ্বোধন করেন।
প্রায় দুইশ ফুট দৈর্ঘ্যর এ সেতুটি হলে দুই ইউনিয়নের ১০ গ্রামে প্রায় ১০ হাজার লোক যাতায়াতের পথ সুগম হবে। ঐক্যবদ্ধ এ কাজের মধ্যদিয়ে মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
সেতু নির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৌদ্ধ ধর্মালম্বীরা পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদানসহ নানানবিধ দান অনুষ্ঠান করেন।