আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরের শিষ্য মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুণি বুদ্ধ বিহার ও প্রজ্ঞাজ্যোতি ধ্যানকেন্দ্রের মহাপরিচালক ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ স্থবির’র বরণোৎসব অনুষ্ঠিত হবে আজ ৯ ফেব্রুয়ারি।
নগরীর আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে আশীর্বাদক থাকবেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, ত্রিপিটক বিশারদ সদ্ধর্মরশ্মি, সংঘরাজ ড. ধর্মসেন মহাথের।
এতে আরও উপস্থিত থাকবেন উপ-সংঘরাজগণ এবং পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সুধীবৃন্দ। এতে ভদন্ত তিলোকাবংশ স্থবির’র বরণোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান।