খাগড়াছড়ির ধর্মপুর আর্য বন বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মহাপুণ্য অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি বন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের ৬৭তম জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকালে ধর্মপুর আর্য বন বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল গ্রহণ, অষ্ট বিংশতি বুদ্ধ পূজা, অরৎ শীবলী স্থবির পূজা, ত্রিপিটক পূজা, সংঘদান অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।
অনুষ্ঠানে রাঙামাটির বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তে, পানছড়ি অরণ্য কুঠিরের বিহারাধ্যক্ষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ও বিভিন্ন বৌদ্ধ বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার হাজারের অধিক বৌদ্ধ নর-নারী উপস্থিত ছিলেন।