সুমন রাজ বড়ুয়া: বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে ০২ ফ্রেব্রুয়ারী ২০১৮ইংরেজী রোজ শুক্রবার “শুভ মাঘী পূর্ণিমা”উদযাপন -১৪২৪” বাংলা সমিতির সাবেক অর্থ সম্পাদক সুব্রত বড়ুয়া’র জাবের আহন্মদ বাসায় বুদ্ধ পূজা ও সীবলী পূজাসহ বিশ্ব শান্তি কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন সভাপতি বাবু আশোক বড়ুয়া।
সাঃসম্পাদক বাবুল বড়ুয়া, সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি বিনয় প্রসাদ বড়ুয়া,র সার্বিক তত্ববাধনে মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন – উপদেষ্টা-উওম বড়ুয়া,সাংগঠিক সম্পাদক স্বপন বড়ুয়া,সংঘতরু বড়ুয়া, বাবুল বড়ুয়া,মঞ্জন বড়ুয়া, উওম বড়ুয়া(২) চন্দন বড়ুয়া, দোলন বড়ুয়া প্রমুখ।
উপস্হিত সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সমিতির কার্যক্রমে সবার অংশ গ্রহনে আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন সুব্রত বড়ুয়া।