রাঙামাটি শহরে আনন্দ বিহার প্রাঙ্গনে বৌদ্ধদের শুভ মাঘী পূর্নিমা উপলক্ষে শুরু হয়েছে দুদিনব্যাপী ৮৩তম বুহ্যচক্র অনুষ্ঠান। বুধবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এ অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
মাঝখানে বসানো আছে একটি বুদ্ধ মুর্তি। সেখানে যাওয়ার জন্য একাধিক পথ। বুদ্ধমূর্তি পর্যন্ত গেছে মাত্র একটি পথ। বাকীগুলো অর্ধেকেই শেষ হয়েছে। যিনি একমাত্র পথ খুঁজে নিয়ে বুদ্ধের দর্শন করতে পারবেন তিনিই ধার্মিক। তিনিই যেন লোভ দ্বেষ মোহ তৃঞ্চা ক্ষয় জয় করে সত্য পথ খুঁজে পেয়েছেন।
মানব কুল, প্রাণীকুলের এই জীবন চক্র উপলব্দি করাতে প্রতিবছর এ বুহ্যচক্র অনুষ্ঠান করে থাকে আনন্দবিহার কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর পর বিভিন্ন বয়সের নারী পুরুষ এই বহুচক্র ঘুরে দেখেন। কেউ বুদ্ধের দর্শন পান কেউ পান না। যারা দেখতে পেয়েছেন তারা নিজেদের ধন্য মনে করনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান শেষ হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ বিহারে বুদ্ধ পুজা, সংঘদান অষ্টপরিষ্কার দান, ধর্মালোচনাসভার আয়োজন করা হয়।