বিবর্তন ডেস্ক: আজ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন বৌদ্ধ পল্লী পূর্ব ইদিলপুর শাক্যামুনি বিহারে শুভ মাঘী পূর্ণিমা উদ্যাপন সম্পন্ন হয়। এ মহান পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে গৌতম বুদ্ধের জীবনাদর্শ প্রেক্ষাপটে প্রার্থনা, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, প্রদীপ পূজা, ধর্মালোচনা এবং সিদ্ধপুরুষ গোবিন্দ ঠাকুর (গুরু ঠাকুর) স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন গ্রামের পূণ্যার্থীদের সমাবেশে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পূজ্য শ্রীমৎ সুগতশ্রী মহাস্থবির। উক্ত অনুষ্ঠানে মাঘী পূর্ণিমার গুরুত্ব ও গুরু ঠাকুরের জীবন-কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক শ্রীমৎ বিপুলানন্দ মহাস্থবির, অ্যাডভোকেট শ্যামল কান্তি বড়ুয়া, বোধিমিত্র বড়ুয়া ও জীবন বড়ুয়া প্রমুখ।
এছাড়া মাঘী পূর্ণিমা ও গুরু ঠাকুর স্মরণে আজ ও আগামীকাল দু’দিন ব্যাপী শাক্যমুনি বিহার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা মেলার আয়োজন করা হয়েছে।