বুধবার ৩১শে জানুয়ারী ২০১৮ ইং, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন মুবাছড়ি অরণ্য কুঠিরে পরমপূজ্য বনভান্তের ৬ষ্ঠ পরিনির্বাণ স্মরণে সকাল-বিকাল দুইবেলা অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার প্রদীপ দান এবং ফানুস দানাসহ নানাবিধ দান যজ্ঞ আয়োজন করেন।
ধর্মীয় সংগীত পরিবেশন করেন পার্কী চাকমা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মহালছড়ি উপজেলার চেয়ারম্যান, মহালছড়ি ভাইস চেয়ারম্যান এবং মহালছড়ি কলেজের প্রভাষক মহোদয়।
সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে সদ্ধর্ম দেশনা প্রদান করেন মুবাছড়ি অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রীমৎ সুমনা তিষ্য স্থবির, ইটছড়ি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির, রাজবন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ সুমন মহাস্থবির, তপোবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনপ্রিয় মহাস্থবির এবং শেষে পরমপূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান তথা রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় প্রমুখ।
সুত্র: samma ditti