যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মংগলবার (৩০ জানুয়ারি) রাজবন বিহারসহ রাঙ্গামাটিতে পালিত হয়েছে বৌদ্ধ আর্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৬ষ্ঠ পরিনির্বাণবার্ষিকী।
এ উপলক্ষে রাজবন বিহারে ভোর থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। তিনি জীবদ্দশায় অধ্যক্ষ হিসেবে রাঙ্গামাটি রাজবন বিহারে অবস্থান করেন। মংগলবার ভোর থেকে রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের নিষ্প্রাণ দেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুণ্যার্থীরা। এছাড়া সকালে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সূত্রপাঠ, ধর্মীয় সভা, ভিক্ষুসংঘের পিণ্ডদান এবং বিকালে প্রদীপ পূজা, উৎসর্গ, হাজার প্রদীপ প্রজ্বলন ইত্যাদি কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ শতাধিক বৌদ্ধভিক্ষু উপস্থিত ছিলেন।
এছাড়া রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমাসহ হাজার হাজার পুণ্যার্থী ও ভক্তানুরাগী পুণ্যানুষ্ঠানে অংশ নেন।
pic : sammaditti