খাগড়াছড়ির রামগড়ে পৌরসভার কাউন্সিলর কনিকা বড়ুয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার দুই ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মহিলা সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা হতে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
পৌর কাউন্সিলর কনিকা বড়ুয়া হরিণ প্রতীকে পাঁচ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য মালেকা আক্তার পেয়েছেন তিন ভোট । মোট ৯টি ভোটের মধ্যে একটি ভোট নষ্ট হয়।