মংগলবার ৩০ জানুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে পালিত হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আর্যপুরুষ, পরম পূজ্য ভদন্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ষষ্ট পরিনির্বাণ বার্ষিকী।
পূজ্য ভদন্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপ্রয়াণ লাভ করেন। তার জন্ম ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদরের মোড়ঘোনা গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। তিনি ১৯৪৯ সালে প্রব্রজ্যা গ্রহণ করে সংসার জীবন ত্যাগ করেন।