সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা উপজেলার জঙ্গলখাইন ইউপির পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম চান্দগাঁও সূর্যমূখী কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গত শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পটিয়া কেন্দ্রে এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন খাঁন, মুক্তিযোদ্ধা চন্দন দে,ভিক্ষু মহা সভার মহাসচিব এস লোকজিত ভিক্ষু, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, সাংবাদিক অধীর বড়ুয়া, প্রধান শিক্ষক সুবল কান্তি দে,পরীক্ষা কমিটির চেয়ারম্যান সচিব জ্ঞানজিত ভিক্ষু ও শীলপাল ভিক্ষু,শরন সেন মহাথেরো, শিক্ষক সুনীল বড়ুয়া, প্রভাষক তৃষ্ণা বড়ুয়া, বিনয় রক্ষিত থেরো, শিক্ষিকা রিক্তা বড়ুয়া, সুমনতিষ্য ভি ু, প্রিয়যোধি ভিক্ষু,বুদ্ধ সেবক ভিক্ষু, জ্যোতিসেবক ভিক্ষু, সুমেধানন্দ ভিক্ষু, জ্যোতি রক্ষিত ভিক্ষু, জয়সেন ভি ু প্রমুখ। বিহার ভিত্তিক প্রভাতি ধর্মীয় শিক্ষা কার্যক্রমে সংঘরাজ পূর্নাচার ভিক্ষু সংসদের আওতায় উভয় কেন্দ্রে(তৃতীয় থেকে দশম শ্রেণী) ৪৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সুষ্ঠুভাবে পরী া সম্পন্ন হওয়ায় সংসদের সভাপতি–সম্পাদক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো ও ড. সংঘপ্রিয় মহাথেরো, শিক্ষার্থী, অভিভাবক তথা পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।