অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ এ বাংলা ভূখণ্ডে হাজার বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানের সর্বজনীন সহাবস্থান। একের ধর্মীয় আচার-অনুষ্ঠান,পূজা-অর্চনায় অন্যের উপস্থিতি আনন্দ উদযাপন আমাদের চিরকালীন ঐতিহ্য। আমাদের নিজ নিজ অবস্থানে থেকে বাংলার চিরকালীন ঐতিহ্য, সংস্কৃতির এ অসাম্প্রদায়িক ধারা সমুন্নত রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধর্মের সম্প্রীতি, সহাবস্থান ও নিরাপদ জীবনাচার নিশ্চিতকরণে নিরলস কাজ করে যাচ্ছে।
সোমবার (২৯ জানুয়ারি) নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখা আয়োজিত ভদন্ত শরণংকর মহাথের’র একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সার্বিক তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া ও অধ্যাপিকা ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকার মহাসচিব স্বপন চৌধুরী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব সভাপতি অ্যাডভোকেট জয়শান্ত বড়ুয়া, বাংলাদেশ মহিলা বৌদ্ধ সমিতি সভাপতি পূরবী বড়ুয়া, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, বাংলাদেশ বৌদ্ধ সমিতি সমাজকল্যাণ সম্পাদক টিংকু বড়ুয়া বক্তব্য দেন।