পটিয়া (চট্রগ্রাম): পটিয়ার ভাটিখাইনে বৌদ্ধদের তীর্থ স্থান ঠেগরপুনি বুড়া গোসাই মেলা আগামী ২৯ জানুয়ারী থেকে ৬ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে। এ মেলায় বুড়া গোসাই মন্দির দর্শনে দেশী-বিদেশী লক্ষাধিক মানুষের মিলন মেলা হবে বলে কর্তৃপক্ষ জানান। এতে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে দর্শণার্থীরা মেলায় সমবেত হবেন।
আজ মন্দিরস্থল পরিদর্শনকালে দেখা যায়, মেলা উপলক্ষে এ মন্দির নবরূপে সেজেছে। মেলার প্রস্তুতি কার্যক্রম চলাকালে মন্দিরের দর্শণার্থীদের মধ্যে মুক্তি বড়–য়া, সত্যজিৎ চৌধুরী লাথু, রনি বড়ুয়া ও জীনদর্শন বড়ুয়া জানান, এখানে ধর্ম প্রাণরা নিজেদের মনবাসনা পূরণের লক্ষ্য নিয়ে প্রতিবছর মেলায় আসেন। এবারও ব্যতিক্রম ঘটবে না।
মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ সংঘবৌধি মহাথের বলেন, আমাদের এ মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয়। ৬ দিন ধরে এ মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তিনি মেলা সফলে সরকারের সহযোগিতা কামনা করেন।