খাগড়াছড়ির মানিকছড়িতে বিশ্বশান্তি স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে নব প্রতিষ্ঠিত শতাধিক বুদ্ধমূর্তির অভিষেক এবং সহস্রাধিক ব্যক্তি প্রব্বজ্যা গ্রহণ করবে এবার। বৌদ্ধ ধর্মাবলম্বিদের এটি একটি বড় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দিতে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এখানে সমবেত হন।
দীর্ঘ পাঁচ বছর পর শুক্রবার দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী এ বৃহত ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল ছয়টায় ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। ২০১৩ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।
সংশ্লিষ্টরা জানান, প্রথমবার এক হাজার ৩৩৪ জন প্রব্বজ্যা গ্রহণ করেন। এবারও সহস্রাধিক ব্যক্তি প্রব্বজ্যা গ্রহণ করবেন। এছাড়া, ভাবনা কেন্দ্রে নবনির্মিত তীর্থ ক্ষেত্রে স্থাপিত প্রায় ১০০ ফুট উচ্চতার বুদ্ধমূর্তিসহ মোট ১০৮টি বুদ্ধ মূর্তির অভিষেক ও সীমা প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে।