মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০১৮ পাচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের কেশবপুরে মধুমেলার সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে এ পদক তুলে দেবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
গবেষক ও লেখক শিমুল বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজানের উত্তর গুজরা গ্রামের ভূপতি রঞ্জন বড়ুয়া ও নীহারকণা বড়ুয়ার ছেলে। সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন তিনি।
২০১২ সালে প্রথিতযশা এ গবেষক ‘বাংলার বৌদ্ধ ইতিহাস, ঐতিয্য ও সংস্কৃতি’ বিষয়ক গ্রন্থের জন্য জাতীয় পর্যায়ে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘অমোনা’, রজতজয়ন্তী স্মারক গ্রন্থ ও কবিয়াল ফনী বড়ুয়া স্মারকগ্রন্থ উল্লেখযোগ্য।