ভারতের বিহারের বুদ্ধগয়ার মহাবোধি বিহারে বিস্ফোরক উদ্ধারের প্রতিবাদে বিক্ষোভ পালন করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। তারা মন্দিরকে ঘিরে যেকোনো নাশকতার পরিকল্পনা রুখতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লাদাক বৌদ্ধ সংগঠনের সহ সভাপতি আর পি কুনজাং জানিয়েছেন, এই মন্দিরকে ঘিরে ইতোপূর্বেও নাশকতার ষড়যন্ত্র হয়েছে। তবুও পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি প্রশাসন। কেন্দ্রীয় ও বিহার সরকার এবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত শুক্রবার মন্দিরের কালচক্র ময়দানের খাবার হোটেল থেকে বেশ কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়। বৌদ্ধ ধর্মীয় গুরু দালাই লামাও নিগমা পূজা উপলক্ষে এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন। বিস্ফোরকগুলো মন্দির থেকে তিন কিলোমিটার দূরে নিরঞ্জন নদীর তীরে নিষ্ক্রিয় করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ২০১৩ সালের জুলাইয়েও প্রাচীন এই মন্দিরে ১০টি বিস্ফোরণ ঘটে। যাতে আহত হন অন্তত তিনজন।