বিবর্তন ডেস্কঃ বিহারের বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির চত্বর থেকে গত শুক্রবার দুই জায়গা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্তের গতি বাড়ালো কেন্দ্রীয় সংস্থা এনআইএ। দিল্লী থেকে বুদ্ধগয়ায় এসেই NIA দল ষড়যন্ত্রকারীদের খুঁজতে ব্যাপক ভাবে তৎপর হয়েছে।
মন্দির চত্বরে এত বোমা কারা আনলো সেই নিয়ে ধ্বন্দে তদন্তকারীরা। তদন্ত এগোতেই এই নাশকতার ষড়যন্ত্রের পেছনে রোহিঙ্গাদের যোগসূত্র খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা।
এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে বিহারের বাউর জেলে বন্দী হায়দার আলি ওরফে ব্ল্যাক বিউটিকে জেরা করলো বিহার ATS. এর আগে ২০১৭ সালের ৭ই জুলাই বোধগয়া ব্লাস্টের পেছনে এই হায়দারেরই হাত ছিল ।
অন্যদিকে গত শুক্রবার উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি শুরু করলো প্রশাসন। জানা যাচ্ছে যে উদ্ধার হওয়া বোমাগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন IED বোমা, এই কারণে বোমাগুলির আশেপাশের এক কিলোমিটার এলাকা খালি করে দেওয়া হয়েছে।