বিবর্তন ডেস্ক: ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত শান্তপদ মহাস্থবিরের শিষ্য,
সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামে জন্মজাত, কর্মবীর, অরণ্যচারী বিদর্শনসাধক ভদন্ত প্রজ্ঞাসার মহাস্থবির আর নেই।
শনিবার সন্ধ্যা ৬:৪০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঢেমশা গ্রামে পরলোকগমন করেছেন। (অনিচ্চা বত সংখারা) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ভদন্ত শাসনানন্দ ভিক্ষু জানান, কিছুদিন আগে খাট থেকে পড়ে সামান্য আহত হলে সেখান থেকে শারিরিক অবস্থা অবস্থা অবনতি হতে থাকে।
এ রিপোর্ট লেখা পযন্ত অন্তেষ্ট্যক্রিয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নাই।