বিবর্তন ডেস্ক: ভদন্ত নন্দবংশ থেরো থেকে যেমন মহাথেরো হয়েছে। বুদ্ধ মানে জ্ঞানের ধর্ম, তাই বুদ্ধের নির্দেশনা আমাদের অনুসরন করতে হবে। শুক্রবার ১৯ জানুয়ারি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বিদর্শনাচার্য তদন্ত নন্দবংশ থেরো এর মহাথেরো বরণ অনুষ্ঠানে ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশ স্বাধীন করার সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতার পক্ষে সকল সম্প্রদায়ের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তেমনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে সকল সম্প্রদায়ের স্ব-স্ব ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুক মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাজনিকায় ৬ষ্ঠ সংঘনায়ক উ. ঞানা ওয়াইনসা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ.পঞ্ঞা চক্ক মহাথেরো, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহা-সচিব অধ্যাপক ড. প্রণব কুমার বড়ুয়া, অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রমথ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহা-সচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড. কল্যাণপ্রিয় থেরো, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা হইতে অষ্টপরিস্কারসহ সংঘদান, সদ্ধর্মসভার মধ্য দিয়ে ১ম দিনের অনুষ্ঠান সূচী সূচনা হয়।