রাঙ্গুনিয়া উপজেলার সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির সভাপতি শাসন তিলক বিমল জ্যোতি মহাস্থবিরের জন্মজয়ন্তি উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠান বৌদ্ধ যুব পরিষদ সৈয়দবাড়ি শাখার উদ্যোগে উপজেলার কেন্দ্রিয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহারে গত ১২ জানুয়ারি শেষ হয়েছে। এই উপলক্ষে কর্মসূচির প্রথম দিন ১১ জানুয়ারি মহাসতিপট্ঠঠান সুত্র পাঠ, ধর্মচক্র প্রবর্তন সুত্র পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং দ্বিতীয় দিন ১২ জানুয়ারি বৈকালিক মহতি অষ্ট উপকরণসহ সংঘদান, ধর্মসভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহসভাপতি ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। আশির্বাদক ছিলেন সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি অজিতানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু, বিশেষ জ্ঞাতি ছিলেন রাজগুরু ইন্দ্রাচারা মহাস্থবির, সুমঙ্গল মহাস্থবির। পাপেল তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ নেতা বিকাশ কুমার চৌধুরী, প্রকৌশলী রিটন বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, সনদ তালুকদার, সোহেল তালুকদার, নন্দবংশ ভিক্ষু, শিম্পু বড়ুয়া, সুষ্ময় তালুকদার, একান্ত বড়ুয়া, সুদর্শন দেব রাজ, রজত শুভ্র তালুকদার, রিগান বড়ুয়া, অর্ক তালুকদার প্রমুখ।