প্রেস বিজ্ঞপ্তি : সিলেট বৌদ্ধ বিহার মিলনায়তনে ধম্মকথা(অনলাইন বৌদ্ধ মুখপত্র) ও পুলিশ লাইনের সিলেট এর বৌদ্ধ উপাসক-উপাসিকাদের যৌথ আয়োজনে সিলেট বৌদ্ধ সমিতির সার্বিক তত্বাবধানে পরম পূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তের) ৯৯তম শুভ জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে ভিক্ষুসঙ্ঘ সমীপে বুদ্ধপ্রতিবিম্ব দান, সঙ্ঘদান, অষ্টপরিষ্কার দান ও পিণ্ডদানসহ বিবিধ দান কার্য সম্পাদন করা হয়।
মহতী অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সূদুর রাজবন বিহার রাঙ্গামাটি থেকে আগত শ্রীমৎ মঙ্গলজ্যোতি ভিক্ষু,শ্রীমৎ করুণানন্দ ভিক্ষু, শ্রীমৎ বুদ্ধসার ভিক্ষু,শ্রীমৎ পারমীলঙ্কার ভিক্ষু,শ্রীমৎ ধর্মপাল ভিক্ষু, শ্রীমৎ বিনয়মিত্র ভিক্ষু ,শ্রীমৎ সঙ্ঘজয় ভিক্ষু, শ্রীমৎ নিত্যানন্দ ভিক্ষু ও সিলেট বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ আনন্দ ভিক্ষু।আরো উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ।