বিবর্তন ডেস্ক: মংগলবার (১৬ জানুয়ারি) সকালে প্রতিবছরের মত এবারও উপমহাদেশের দুই দিকপাল সিদ্ধি পুরুষ পূজনীয় গোবিন্দ ঠাকুর ও উপ- সংঘরাজ শ্রীমৎ গুনালংকার মহাস্থবির স্মরণে সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুরের স্মৃতি মন্দির চত্বরে অষ্টপরিস্কার সহ মহাসংঘদান, অাটাশ বুদ্ধের পূজা, থাইল্যান্ড থেকে অানীত সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুরের প্রতিবিম্বের জীবন প্রতিষ্ঠা ও সদ্ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী ভিক্ষু সমিতির প্রধান ভদন্ত অার্যশ্রী মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপিটক বিশারদ স্মৃতিধর, উপসংঘরাজ ভদন্ত শীলানন্দ মহাথেরো। প্রধান ধর্মদেশক বিচিত্র ধর্মকথিক উপসংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো (অধ্যক্ষ মহানন্দ সংঘরাজ বিহার, পাহাড়তলী)। উদ্বোধক ভদন্ত শীলরক্ষিত মহাথেরো, অধ্যক্ষ, জোবরা সুগত বিহার,মুখ্য আলোচক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব, এস লোকজিৎ থের,
অন্যান্যদের মধ্যে ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত শাসনানন্দ মহাথের,অাচারিয়া সুগতানন্দ মহাথের, ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, বিনয়পাল মহাথের প্রমুখ।