1. pragrasree.sraman@gmail.com : ভিকখু প্রজ্ঞাশ্রী : ভিকখু প্রজ্ঞাশ্রী
  2. avijitcse12@gmail.com : নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

শুদ্ধানন্দ মহাথেরোর গণসংবর্ধনা আগামীকাল সোমবার

প্রতিবেদক
  • সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ১১৩৮ পঠিত

মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র যোগ্যতম শিষ্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, ধর্মরাজিক মহাবিহারের মহাধ্যক্ষ, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ সভাপতি, বিশ্বশান্তির অগ্রদূত, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম মহামান্য সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথের মহোদয় বাংলাদেশ সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “একুশে পদক”, থাইল্যান্ড সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “ফ্রা বিশুদ্ধিবংশ”, মায়ানমার সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক “অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ” প্রাপ্তিতে আগামীকাল ১৫ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ সোমবার “মুসলিম ইনস্টিটিউট হল”, চট্রগ্রামে অনুষ্ঠিত পূজনীয় ভন্তের ৮৬তম শুভ জন্মদিনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে পূজনীয় ভন্তেকে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত থেকে আশীর্বাণী প্রদান করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির মহোদয়, প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া এম.পি মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করবেন চট্রগ্রাম সিটি কর্পোরশনের মাননীয় মেয়র জনাব আ.জ.ম নাছির উদ্দিন মহোদয়, সভাপতিত্ব করবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধূরী মহোদয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তঃধর্মীয় প্রতিনিধি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ, জাতীয় ও বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে সবান্ধব/সপরিবারে যোগদান করে গণসংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগীতা কামনা করেছেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া।।

 এদিকে গতকাল শনিবার (১৩ জানুয়ারি)বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, ধর্মাধিপতি মহামান্য ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে অবহিত করার জন্যে সাংবাদিক সম্মেলন বিকেল ৫টায় নগরীর প্রেস ক্লাবস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ১৫ জানুয়ারি মহামান্য সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের মহোদয়কে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ড. সুব্রত বরণ বড়ুয়া।

গণসংবর্ধনা পরিষদ-২০১৮ এর সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে অনুষ্ঠানের বিশদ প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া। সংবর্ধনা পরিষদের মিডিয়া ও প্রচার উপ-পরিষদের সচিব শ্যামল চৌধুরী উপস্থাপিত সাংবাদিক সম্মেলনে প্রচার সংঘের কর্মকাণ্ড ও অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যক্ষ (অব.)  ড. প্রণব কুমার বড়ুয়া। সংবর্ধনা পরিষদের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া প্রমুখ। পরে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

Facebook Comments Box

শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো
© All rights reserved © 2019 bibartanonline.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarbibart251
error: Content is protected !!